ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ৪ শিশুকে অটোরিকশায় বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৯ মে ২০২৩   আপডেট: ১৩:০৯, ২৯ মে ২০২৩
হবিগঞ্জে ৪ শিশুকে অটোরিকশায় বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

নির্যাতনের শিকার শিশুরা

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় চার শিশুকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) সকালে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, চার শিশুকে নির্যাতনের ঘটনায় ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুরা তাদের পরিবারের জিম্মায় রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হক (৬০), তার ছেলে আক্তার হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আসাদ মিয়া (৭০)।

রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই আব্দুল কাদের জানান।

এসআই আব্দুল কাদের জানান, গত শনিবার আসাদ মিয়ার দোকানের সামনে আক্তার হোসেনের সিএনজি অটোরিকশা দাঁড়ানো ছিলো। এ সময় ৪ শিশু অটোরিকশায় উঠে বসলে তাদেরকে অটোর সঙ্গে বেঁধেই মারপিট করা হয়। পরে স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করেন।

নির্যাতনের শিকার এই ৪ শিশু হচ্ছে- বৈষ্ণবপুর গ্রামের নানু মিয়ার দুই ছেলে প্রতিবন্ধী আল আমিন (৬) ও ইয়াসিন মিয়া (৯), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে শ্রাবণ (৬) ও সাচ্ছু মিয়ার ছেলে সাগর মিয়া (৯)।

মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়