ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৪ জুন ২০২৩   আপডেট: ১৩:৩৩, ২৪ জুন ২০২৩
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। 

শনিবার (২৪ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। এতে অন্তত ৫ জন নিহত হন। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি সড়িয়ে  ফেলা হয়েছে। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ নিয়ে কাজ করছে।

নিরব/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়