ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনা নদীতে টিকটক করতে গিয়ে স্কুলশিক্ষার্থী নিখোঁজ 

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২৫ জুন ২০২৩   আপডেট: ১০:৫৬, ২৫ জুন ২০২৩
যমুনা নদীতে টিকটক করতে গিয়ে স্কুলশিক্ষার্থী নিখোঁজ 

জামালপুর দেওয়ানগঞ্জে টিকটক করতে গিয়ে যমুনা নদীতে আপন নামে জামালপুর জেলা স্কুলের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকালে উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকার ফুটানি বাজার যমুনা নৌঘাটে টিকটক করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থী দেওয়ানগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের চিকাজানী এলাকার মো. হিরুর ছেলে। চলতি বছর জামালপুর জেলা স্কুল এসএসসি পরীক্ষা দিয়েছে সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে নৌ-ঘাটের যমুনা নদীতে তিন বন্ধু মিলে নেমে টিকটক ভিডিও করতে থাকে। এর এক পর্যায়ে স্রোতে তিনজনই নদীতে ডুবে যায়। এরমধ্যে দুই বন্ধু তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হয় আপন। এরপর স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, ওই স্কুলছাত্রের খোঁজ পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে। 

সেলিম/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়