ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে নৌকার এলাকায় ঘোড়া মার্কার জয়

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১৭ জুলাই ২০২৩  
ঠাকুরগাঁওয়ে নৌকার এলাকায় ঘোড়া মার্কার জয়

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শূন্য আসনে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হবিবর রহমান চৌধুরী।  

সোমবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৬টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান। নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান পাভেল তালুকদার মারা গেলে পদ শূন্য হয়। এলাকাটি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। 

আরো পড়ুন:

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে উমাকান্ত ভৌমিক ৪ হাজার ২৭৭, চশমা প্রতীকে মো. আলমগীর ৫ হাজার ৮৭০ ও অটোরিকশা প্রতীকে এসএম মনোয়ার হোসেন (মিঠুন) ৩২ ভোট পেয়েছেন। 

১০টি কেন্দ্রে মোট ২২ হাজার ৭৭ ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ১৬ হাজার ৯১৮টি। এর মধ্যে বাতিল হয়েছে ১০৬ ভোট।

হিমেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়