ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৯ আগস্ট ২০২৩  
কক্সবাজারে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় পানি ঘরের চালা স্পর্শ করেছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মিজান সাঈদ।

আরো পড়ুন:

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়া, দক্ষিণ এবং পশ্চিম লরাবাগ পাড়া, পোকখালী এলাকায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

রিকশা চালক হাসান বলেন, ‘ব্যারিস্টার মিজান হাঁটু পানিতে নেমে আমাদের খাবার দেবেন কল্পনাও করেনি।’

ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ শিক্ষা দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভারি বর্ষণ ও জোয়ারের ফলে পানিবন্দি অনেক ঘরে রান্না করা সম্ভব হয়নি। তাই তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়