ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১২:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত

ফাইল ফটো

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলার বাসিন্দা ইউনুস (৫০) ও নগরীর বিসিক এলাকার বাসিন্দা হাবিব (৩৫)। তারা দুজনেই বালুর ভরাটের কাজ করতেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক ফেলে চালাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বপন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়