কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এগিয়ে আসায় কক্সবাজার উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান মো. ইমাম উদ্দীন। ঘূর্ণিঝড় হামুন বর্তমানে কক্সবাজার থেকে ২৫০ কিলিমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন বলেন, ‘কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর স্থানীয় বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় হিসেবে আজ রাত নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।’
তারেকুর/মাসুদ
- ২ বছর আগে কক্সবাজারে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান
- ২ বছর আগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেল টিন ও অর্থ
- ২ বছর আগে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক
- ২ বছর আগে সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
- ২ বছর আগে হামুনের প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু
- ২ বছর আগে উপকূল অতিক্রম করলো হামুন, নামলো বিপদ সংকেত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারে ৩ জনের মৃত্যু
- ২ বছর আগে কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’
- ২ বছর আগে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘হামুন’, অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল
- ২ বছর আগে নোয়াখালীতে আতঙ্কে দ্বীপের মানুষ
- ২ বছর আগে নিষেধাজ্ঞা আশীর্বাদ হয়ে এসেছে জেলেদের জন্য
- ২ বছর আগে চাঁদপুর থেকে নৌযান চলাচল বন্ধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোকাবিলায় পায়রা বন্দরে ৫ কমিটি
- ২ বছর আগে মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক
- ২ বছর আগে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, লোকজনকে সরিয়ে নিচ্ছে প্রশাসন