ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মহাসমাবেশে হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছালাভরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে সেখানে পুলিশ গেলে তারা মহাসড়ক থেকে অন্যত্র চলে যান।
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোকছুদুল মোমিন, তাঁতীদলের আহ্বায়ক আজিজুল ইসলাম বাটুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটা, মঞ্জুরুল হক খোকা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জানান, কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে বাস্তবায়ন করবে। পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।
এদিকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কালীগঞ্জে ৭ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবরোধে দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছে জানি না। খোঁজ নিয়ে দেখবো। বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।
/শাহরিয়ার/এসবি/
- ১ মাস আগে ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
- ৩ মাস আগে বগুড়ায় যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার
- ৩ মাস আগে আ. লীগের ডামি নির্বাচন বিশ্ব প্রত্যাখান করেছে: রিজভী
- ৩ মাস আগে অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির মিছিল
- ৩ মাস আগে বগুড়ায় মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
- ৩ মাস আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৩ মাস আগে অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক
- ৩ মাস আগে মানিকনগরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
- ৩ মাস আগে রাজশাহী নগর ভবনের সামনে ২ ককটেল নিক্ষেপ
- ৩ মাস আগে সাভারে বাসে আগুন
- ৩ মাস আগে চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ৩ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
- ৩ মাস আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
- ৩ মাস আগে ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
- ৩ মাস আগে অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- ৩ মাস আগে ফেনীতে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আহত ১০