ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

জয়পুরহাট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৩ নভেম্বর ২০২৩  
জয়পুরহাটে জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৯ অক্টোবরের জয়পুরহাট সদর থানার নাশকতার মামলায় গোলজার হোসেনেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা জানান, অবরোধের সমর্থনে আজ সোমবার (১৩ নভেম্বর) মিছিলের কর্মসূচি ছিল। মিছিলের যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, র‌্যাব গোলজার হোসেনকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 
 

শামীম/বকুল 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়