ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

মাদারীপুরে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:২১, ২১ নভেম্বর ২০২৩
মাদারীপুরে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনির শিকার আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আচমত আলি বেপারী হাসমত (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মারা গেলেন দুই জন। 

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. গোলাম রাব্বানী এতথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া হাসমত সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: মাদারীপুরে গণপিটুনিতে নিহত এক

খোঁজ নিয়ে জানা গেছে, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় সোমবার দিবাগত রাতে দেলোয়ার হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে দুইজনকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মিরজন খালাসী (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাসমতকে। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। 

এদিকে, মঙ্গলবার সকালে একই এলাকা থেকে সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫) নামের আরও দুইজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) গোলাম রাব্বানী বলেন, চিকিৎসাধীন অবস্থায় অপর ব্যক্তি মারা গেছেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বেলাল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়