এমপি প্রার্থী হতে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফিরোজুর রহমান ওলিও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ফিরোজুর রহমান ওলিও।
মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফিরোজুর রহমান ওলীও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
লিখিত পদত্যাগপত্রে ফিরোজুর রহমান ওলিও উল্লেখ করেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও পরবর্তীতে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরন্তর কাজ করে আসছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিধি মোতাবেক মনোনয়নপত্র ক্রয় করবো এবং দলীয় মনোনয়ন পেলে আমি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। এমতাবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি বিধি মোতাবেক সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি।’
তিনি পদত্যাগ পত্রের অনুলিপি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবরও প্রেরণ করেছেন।
ফিরোজুর রহমান ওলিও বলেন, দলীয় মনোনয়ন পেলে আমি সদর আসনে জয়ী হবো ইনআল্লাহ। ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছি।
মাইনুদ্দিন/মাসুদ
- ৭ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৭ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৭ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৭ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৭ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৭ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৭ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৭ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৭ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৭ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৭ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৭ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৭ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৭ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৭ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম