ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যার আসামির সঙ্গে মনোনয়ন ফরম হাতে এমপির ছবি ভাইরাল

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২১ নভেম্বর ২০২৩  
হত্যার আসামির সঙ্গে মনোনয়ন ফরম হাতে এমপির ছবি ভাইরাল

লাল তির চিহ্নিত শাকিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে অংশ নেওয়ার জন্য ওই আসনের বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে মনোনয়ন ফরম হাতে রাখা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবি দেখা যাচ্ছে, শিবপুরে বহুল আলোচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ খান হত্যা মামলার আসামি শাকিল সংসদ সদস্য মোহনের পেছনে দাঁড়িয়ে আছে।

হত্যা মামলার আসামিকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কেনার বিষয় অস্বীকার করেছেন সংসদ সদস্য মোহন। তিনি জানান, ‘মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমার ভাই। আমি স্টেডিয়াম এলাকায় যাওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা আমাকে নিয়ে ছবি তুলেছেন। ওই সময় অভিযুক্ত শাকিল কীভাবে আমার পেছনে দাঁড়িয়ে গেছে, তা আমার জানা নেই। বিষয়টি নজরে আসার পর নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছি।’

আরো পড়ুন:

উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাকিল (৩৫)। চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি আরিফ ও কিলার মোবারকসহ পাঁচজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নিহত হারুন অর রশিদের ভাতিজা ফজলে রাব্বি খান বলেন, হত্যার পর থেকে শিবপুরের জনগণ বলে আসছে, এ হত্যার সঙ্গে এমপি মোহন ও তার ভাই জুনো কোনোভাবে জড়িত। শিবপুরের মানুষের দাবি, এ হত্যার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের মুখোশ উন্মোচিত করে। 

শিবপুর থানার পরিদর্শক (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘ওই মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়। তিনি ৪ নম্বর আসামি। বর্তমানে তিনি জামিনে আছেন। প্রধান আসামি আরিফসহ আরও পাঁচ আসামি দুবাই পালিয়ে যাওয়ায় তাদের এখনও গ্রেপ্তার করা যায়নি।’

নরসিংদী-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জহিরুল হক ভূঞা মোহন দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনায় সত্যি আমি লজ্জিত। ভিড়ের মধ্যে কীভাবে তিনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন, তা লক্ষ্য করিনি। আকস্মিক কে আবার ছবি তুললেন, তা নিয়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।’ 

গত ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান। পরে দেশে ও দেশের বাইরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩১ মে ঢাকার হাসপাতালে তার মৃত্যু হয়। 
 

হৃদয়/বকুল 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়