ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

জামায়াতের ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২১ নভেম্বর ২০২৩  
জামায়াতের ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও তত্বাবধায়ক সরকারের দাবিতে সিরাজগঞ্জে ঝটিকা মিছিল ও সমাবেশ করার পর গ্রেপ্তার হয়েছেন জামায়াতে ইসলামীর তিন রুকন সদস্য। এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন, জেলা জামায়াতের রুকন সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল কাদের।

সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, সকালে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এরই ধারাবাহিকতায় ঝটিকা মিছিল করেন তারা। মিছিল শেষে তিনজনকে আটক করা হয়। পরে দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, শহরের এসবি ফজলুল হক রোডে ঝটিকা মিছিল ও মাত্র ৫ মিনিট সভা করেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তারা। এ সময় তিন জনকে আটক করা হয়েছে।
 

রাসেল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়