ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনোনয়ন কাকে দেওয়া হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মনোনয়ন বোর্ড: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩৬, ২২ নভেম্বর ২০২৩
মনোনয়ন কাকে দেওয়া হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মনোনয়ন বোর্ড: শিক্ষামন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশ থেকে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর মনোনয়ন ফরম উত্তোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘আওয়ামী লীগ একটি প্রাচীন দল। এই দল থেকে ভোটের মাঠে একাধিক প্রার্থী দাঁড়াতে চাওয়াটা অযৌক্তিক নয়। প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তাই সবারই মনোনয়ন চাওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সে বিষয়ে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। অতএব, যারা মনোনয়ন চাচ্ছেন শেষ পর্যন্ত তারা দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন কিনা সেটাই দেখার বিষয়।’

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী মনোনয়ন পর্ব শেষ হলে বোঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে কিনা। আওয়ামী লীগ ও বিরোধী দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম শক্তিশালী সেটা পরে বোঝা যাবে। আমরা চাই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের সরকার বেছে নিক।

জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানোর বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘১ জানুয়ারি শিক্ষার্থীরা যাতে নতুন বই হাতে পান সেজন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, পরিস্থিতি যাই হোক না কেন, নির্ধারিত সময়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কোনো ধরনের সমস্যা হবে না।’

এসময় অন্যদের মধ্যে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অমরেশ/ফয়সাল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়