ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চাঁদপুরে মোট ভোটার সাড়ে ২১ লাখ, অর্ধেকের বেশি নারী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:২৯, ২৭ নভেম্বর ২০২৩
চাঁদপুরে মোট ভোটার সাড়ে ২১ লাখ, অর্ধেকের বেশি নারী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মোট ভোটার সংখ্যা সাড়ে ২১ লাখ ছাড়িয়েছে। এর সঙ্গে বেড়েছে নারী ভোটার। এই সকল ভোটারদের ভোটকেন্দ্রে আনতে নানা কর্মপরিকল্পনা রয়েছে নির্বাচন কার্যালয়ের।

সোমবার (২৭ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন এ সব তথ্য জানান।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুরের ৮ উপজেলায় সংসদীয় আসন ৫টি। যেখানে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১১ লাখ ১২ হাজার ৫৭৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

এ বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, এখানে ৮টি উপজেলার মধ্যে কচুয়া উপজেলা চাঁদপুর-১ এবং ফরিদগঞ্জ উপজেলা চাঁদপুর-৪ আসন। এ ছাড়া চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা মিলে চাঁদপুর-৩, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা মিলে চাঁদপুর-৫ এবং মতলব উত্তর উপজেলা ও দক্ষিণ উপজেলা মিলে চাঁদপুর-২ আসন।

তিনি বলেন, ‘নির্বাচনে সুন্দরভাবে অনুষ্ঠানে ভোটার উপস্থিতি বাড়াতে আমাদের ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে কাজ চলছে।’

জয়/বকুল

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়