ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৪ দলীয় জোটে আ.লীগ নির্বাচনে অংশ নেবে : হানিফ

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৮ নভেম্বর ২০২৩  
১৪ দলীয় জোটে আ.লীগ নির্বাচনে অংশ নেবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন অধিকতর গ্রহণযোগ্য করার জন্য কৌশলগতভাবে আমাদের কিছু সিদ্ধান্ত আছে। সেই ক্ষেত্রে নির্বাচনে যাতে প্রত্যেক এলাকায় একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারে এবং জনগণ যেন ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেই সুযোগ করে দেওয়া হয়েছে। এতে নির্বাচনে উৎসবের মাত্রা বৃদ্ধি পাবে। এখানে বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।’

মঙ্গলবার (২৮ ন‌ভেম্বর) দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে হানিফ এ সব কথা বলেন। 

নির্বাচন জোটগতভাবে হবে কি-না— এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘১৪ দলীয় জোটের ভিত্তিতেই আমরা নির্বাচনে অংশ নেব। আমাদের জোটের শরীক দল যারা আছে, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। এ নিয়ে হতাশ বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’ 

নৌকা ভার্সেস আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে— বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি যেহেতু নির্বাচনে নেই, তাই তারা রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে বিবেচিত হচ্ছে না। তাদের সম্প্রতি কর্মকাণ্ড রাজনৈতিক নয়। বিএনপি বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তারা এখন সন্ত্রাসী রাজনীতির মধ্যে চলে গেছে। সন্ত্রাসী কমকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কথাবার্তা আমলে নেওয়ার যৌক্তিকতা নেই।’

দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, এতে নির্বাচন কমিশনকে সরকার প্রভাবিত করবে কি-না— এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সব ক্ষমতা দেওয়া আছে। তারা নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য তাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবে। 

এর আগে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কুষ্টিয়ায় পৌঁছালে হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
 

কাঞ্চন/বকুল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়