ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বাগেরহাটে মনোনয়ন জমা দিলেন আ.লীগের ৪ প্রার্থী

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৩৮, ২৯ নভেম্বর ২০২৩
বাগেরহাটে মনোনয়ন জমা দিলেন আ.লীগের ৪ প্রার্থী

বাগেরহাটের চারটি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন তারা।

মনোনয়ন জমাদানকারীরা হলেন- বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া এদিন বাগেরহাট-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ লোকমান সাইফি ও বাগেরহাট-৩ আসনে মানুয়েল সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন জনান, বাগেরহাটের ৪টি আসনে এখন পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন ।

শহিদুল/ফয়সাল/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়