মনোনয়নপত্র জমা দিতে পারেননি তৃণমূল বিএনপির প্রার্থী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দলীয় মনোনয়ন পেলেও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মজিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার কারণে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ হন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন মজিবুর রহমান নিজেই।
হঠাৎ করেই তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে যাওয়া মজিবুর রহমান রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না দীর্ঘদিন। ১৯৮০-৮১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ হওয়ার পরই রাজনীতি থেকে অবসর নেন। কর্মজীবনে তিনি মাই বয় ও গ্রামীণ ব্যাংকের উচ্চ পদে চাকরি করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন পাওয়া মজিবুর রহমান প্রায় ৩০ বছর ধরে ঢাকার মিরপুরে বসবাস করেন। তবে তার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে।
মজিবুর রহমান জানান, কেন্দ্র থেকে তৃণমূল বিএনপির প্রার্থীর তালিকাই প্রকাশ করা হয় দেরিতে। তিনি যে দলটির প্রার্থী মনোনয়ন হয়েছেন, এ তথ্যটিও জেনেছেন দেরিতে। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে সময় অভাবে শেষ মুহূর্তে এসে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হন।
মজিবুর রহমান বলেন, বেলা ২টার দিকে জামানতের টাকা জমা করেন ব্যাংকে। এরপর অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে গিয়ে বিকেল ৪টা বেজে যায়। এরপর নির্বাচন কমিশনের সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মনোনয়নপত্র সাবমিট করতে পারিনি।
বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
শিয়াম/এনএইচ
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম