ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বিএনপির যুগ্ম আহ্বায়ক এখন বিএনএম’র মনোনীত প্রার্থী 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৩০ নভেম্বর ২০২৩  
বিএনপির যুগ্ম আহ্বায়ক এখন বিএনএম’র মনোনীত প্রার্থী 

মাওলানা আব্দুল মতিন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সদ্য বিএনএম-এ যোগদান করা এ নেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে, ২০১১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া, তিনি বিএনপির কর্মসূচিগুলোতে শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ারও দাবি জানিয়ে ছিলেন।

মাওলানা আব্দুল মতিন জানান, মনোনয়নপত্র দাখিলের আগে বিএনপি থেকে পদত্যাগ করতে চাইলেও স্থানীয় নেতারা পদত্যাগপত্র গ্রহণ করেননি। কিন্তু বিএনএম মনোনয়ন দেওয়ায় আসন্ন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।

জেলা বিএনপির শীর্ষ পদের এক নেতা বলেন, মাওলানা আব্দুল মতিন বিএনপি থেকে পদত্যাগ না করেও বিএনএম’র প্রার্থী হয়েছেন। তিনি এখনও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হবে।

শিয়াম/এনএইচ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়