ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

গাইবান্ধার স্বতন্ত্র প্রার্থী বুবলির গাড়ি বহরে হামলা

গাইবান্ধা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৪, ৩০ নভেম্বর ২০২৩
গাইবান্ধার স্বতন্ত্র প্রার্থী বুবলির গাড়ি বহরে হামলা

ফারজানা রাব্বি বুবলি মনোনয়নপত্র জমা দেন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা হামলা করেছে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২০ সমর্থক আহত হয় এবং তাদের কমপক্ষে ৫টি মোটরসাইকেল ভাংচুর করে নৌকা প্রার্থীর সমর্থকরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় হামলা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার কালির বাজারস্থ উপজেলা নির্বাচন অফিসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মেয়ে ফারজানা রাব্বি বুবলী। এরপর উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বিরাট মোটরসাইকেল বহর নিয়ে নিজ এলাকা সাঘাটার গটিয়া, জুমারবাড়ি হয়ে কালির বাজারে ফিরছিলেন। পথে সন্ধ্যা ৭টার দিকে জুমারবাড়িতে দুর্বৃত্তরা বুবলীর সমর্থকদের গাড়ি বহরে হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।  

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী রাইজিংবিডি-কে বলেন, ‘আমি আইনগত ব্যবস্থা নিতে সাঘাটা থানায় যাচ্ছি। সংবাদ সম্মেলন করে আপনাদের বিস্তারিত বলব।’

এ ব্যাপারে জানতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেনের মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী রাইজিংবিডি-কে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।’
 

মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়