ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

মানিকগঞ্জে ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১ ডিসেম্বর ২০২৩  
মানিকগঞ্জে ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মানিকগঞ্জের তিনটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মানিকগঞ্জ-১ আসনে ১০ জন, মানিকগঞ্জ-২ আসনে ১৪ জন ও মানিকগঞ্জ-৩ আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া, মানিকগঞ্জ-১ ও ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা পাঁচজন।

শুক্রবার (১ ডিসেম্বর ) সকালে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার এতথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুস সালাম ছাড়াও মানিকগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এছাড়া, জাতীয় পার্টির হাসান সাঈদ, জাকের পার্টির দীন মোহাম্মদ খান, বিএনএম এর মোনায়েম খান, স্বতন্ত্র প্রার্থী আবদুল আলী বেপারী, জাসদ এর আফজাল হোসেন খান জকি, জাতীয় পার্টি (জেপি) এর আফজাল হোসেন খান, জাতীয় পার্টির জহিরুল আলম ও গণফ্রন্টের মো. শাহজাহান খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু, সিংগাইর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও শাহবুদ্দিন আহম্মেদ চঞ্চল। এছাড়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর ফেরদৌস আহম্মেদ আসিফ, জাসদ এর রফিকুল ইসলাম সিদ্দিকি, তৃণমূল বিএনপির মোহাম্মদ জসিম উদ্দিন, বিএনএম এর এ.কে.এম ইকবাল, জাতীয় পার্টির এস এম আব্দুল মান্নান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এ.কে.এম নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগ এর তানভির হাসান, বাংলাদেশ কংগ্রেস পার্টির জাকির হোসেন ও স্বতন্ত্র মোহাম্মদ সারোয়ার আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

মানিকগঞ্জ-৩ আসন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া গণফোরাম এর মফিজুল ইসলাম খান কামাল, জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল, তৃণমূল বিএনপির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাকের পার্টির দীন মোহাম্মদ খান, জাসদ এর সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, বিএনএম এর এ খালেক দেওয়ান, কৃষক শ্রমিক জনতা লীগ এর এম হাবিবুল্লা ও বাংলাদেশ কংগ্রেস এর সাবিনা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দেন।

চন্দন/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়