ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জ-৩ 

জাতীয় পার্টির প্রার্থী লিয়াকতকে শোকজ 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২ ডিসেম্বর ২০২৩  
জাতীয় পার্টির প্রার্থী লিয়াকতকে শোকজ 

লিয়াকত হোসেন খোকা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের দুইবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন নির্বাচন অনুসন্ধান কমিটি। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি মোহসিনা ইসলাম স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয় তাকে।

নোটিশে উল্লেখ বলা হয়, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেক মানুষের সমন্বয়ে একটি মিছিল নিয়ে যান। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।

আরো পড়ুন:

উক্ত বিষয়ে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ এর লক্ষে আগামী ০৪/১২/২৩ সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ এর সিনিয়র সহকারী জজ, সোনারগাঁ আদালত (কক্ষ নম্বর-৩০৫, ৩য় তলা) এ স্বয়ং বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।

এ বষিয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অনিক/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়