ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ময়মনসিংহ-৩: নৌকার প্রার্থী পরিবর্তন দাবি ৬ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:১৪, ২ ডিসেম্বর ২০২৩
ময়মনসিংহ-৩: নৌকার প্রার্থী পরিবর্তন দাবি ৬ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপিকে পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলীয় ছয় জন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্রোহী প্রার্থীরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, সাবেক ছাত্রদল নেত্রী নিলুফার আনজুম পপিকে নৌকা মার্কার প্রার্থী মনোনীত করায় মুজিব আদর্শের নেতাকর্মীরা আজ বাকরুদ্ধ এবং গোটা গৌরীপুরবাসি হতাশ। পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের সহধর্মিনী হওয়ায় নৌকা মার্কার প্রার্থী মনোনীত হয়েছেন। অথচ পপিসহ তাঁর গোটা পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। পপি ১৯৯২ সালে গৌরীপুর সরকারী কলেজ ছাত্র সংসদে ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিলেন। তাঁর পরিবারের প্রায় সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদবিধারী নেতা। তাঁর পিতা মরহুম আব্দুল হাসিম বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বড় ভাই মরহুম মাজহারুল ইসলাম মিতুল উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ছিলেন। আরেক ভাই শফিকুল ইসলাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

পপি আওয়ামী পরিবারের কেউ নন বলে তাঁর মনোনয়ন পরিবর্তন করার দাবি জানান। অন্যথায় বিদ্রোহী ছয় জনের মধ্য থেকে যে কোনো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ হাসান অণু, সদস্য ড. এ কে এম আব্দুর রফিক, মোরশেদুজ্জামান সেলিম এবং গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোমনাথ সাহা উপস্থিত ছিলেন। ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী আটজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ডা. মতিউর রহমান বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছয় জনের সঙ্গে একমত পোষন করলেও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
 

মিলন/বকুল

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়