চট্টগ্রাম-৪: সংসদ সদস্যসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) যাচাই বাছাইকালে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ও সীতাকুণ্ড উপজেলার (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন (স্বতন্ত্র), লায়ন মোহাম্মদ ইমরান (স্বতন্ত্র) এবং বিএনএফ প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন।
এ ছাড়া যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুন, জাতীয় পার্টির দিদারুল কবির, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী, ইসলামিক ফ্রন্টের মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী।
সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু তিনি দলীয় পদের কোনো কাগজপত্র জমা দেননি। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের ১ পার্সেন্ট জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিল, মোহাম্মদ ইমরানের ১ পার্সেন্টের তালিকা ভুল ছিল, বিএনএফ এর প্রার্থী ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেননি। এ সব কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ইতোমধ্যে সংসদ সদস্য দিদারুল আলম নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দিদারুল আলমের সিটি গেইটস্থ বাসভবনে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিক সঙ্গে মতবিনিময়ে তিনি নির্বাচন না করার এ ঘোষণা দেন।
নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদের তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রেজাউল/বকুল
- ২ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম