ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

কুমিল্লার ৫ আসনে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৩ ডিসেম্বর ২০২৩  
কুমিল্লার ৫ আসনে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুমিল্লার ১১ আসনের মধ্যে রোববার (৩ ডিসেম্বর) পর্যন্ত ৫টি আসনে যাচাই-বাছাই শেষ হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ের শেষ দিন।

মনোনয়ন যাচাই-বাছাই হওয়া আসনগুলো হলো, কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস), কুমিল্লা-২ (মেঘনা ও হোমনা), কুমিল্লা-৩ (মুরাদনগর), কুমিল্লা-৪ (দেবিদ্বার) ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসন। এই ৫টি আসনে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যার মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ২৫ জনের। স্থগিত করা হয় ১৪ জনের মনোনয়নপত্র। এই ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হয়নি।

বাতিল ও স্থগিত হওয়া প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা জানান, মনোনয়ন ফিরে পেতে তারা আদালতের দ্বারস্থ হবেন।
 

রুবেল/বকুল 

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়