ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ভোটার তথ্যে মৃত ব্যক্তির নাম, স্বতন্ত্রসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:৫০, ৩ ডিসেম্বর ২০২৩
ভোটার তথ্যে মৃত ব্যক্তির নাম, স্বতন্ত্রসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ভোটারদের তথ্যে মৃত ব্যক্তির নাম দেওয়ায় বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা খলিলুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহা. রফিকুল ইসলাম। এছাড়া, তথ্যে গড়মিল থাকায় বিভিন্ন দলের আরও চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে । 

রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় পাঁচ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন তিনি। 

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরগুনা-১ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা মো. খলিলুর রহমান (স্বতন্ত্র) ও  মোহাম্মদ নুরুল ইসলামের (স্বতন্ত্র)। বরগুনা-২ আসনে মিজানুর রহমান (জাতীয় পার্টি), মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও মো. আব্দুর রাজ্জাক (কংগ্রেস)। 

বৈধ প্রার্থীরা হলেন- বরগুনা ১ আসনে মো. জাহাঙ্গীর কবির (জাকের পার্টি), মাহবুবুর রহমান অভি (এনপিপি), মো. মাসুদ কামাল (বিএনএম), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (আওয়ামী লীগ), গোলাম সরোয়ার টুকু (স্বতন্ত্র), মো. খলিলুর রহমান (জাতীয় পার্টি), মো. ইউনুস সোহাগ (তৃণমূল বিএনপি), শাহা মো. আবুল কালাম (তরিকত ফেডারেশন), গোলাম সারোয়ার ফোরকান (স্বতন্ত্র)। 

বরগুনা ২ আসনে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (বিএসপি), মো. কামরুজ্জামান লিটন (তৃণমূল বিএনপি), মো. মিজানুর রহমান (কংগ্রেস), ড. আব্দুর রহমান (বিএনএম), শাহ মো. আবুল কালাম (তরিকত ফেডারেশন), সুলতানা নাদিরা (আওয়ামী লীগ), মোহাম্মদ হানিফ শিকদার (জাকের পার্টি), জাকির হোসেন (ওয়ার্কার্স পার্টি)।  

এর আগে, আজ সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলরুমে জেলার দুটি আসনের ২২ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। 

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহা. রফিকুল ইসলাম বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন। 

ইমরান/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়