ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা বন্ধ করল প্রশাসন

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১০ ডিসেম্বর ২০২৩  
আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা বন্ধ করল প্রশাসন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে বরগুনার আমতলী উপজেলার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের সভার কার্যক্রম বন্ধ করে দেন।

আমতলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা সকাল ১০টায় পৌর শহরের আব্দুল্লাহ মার্কেটে শুরু হয়। সভাস্থানে ৬টি মাইক ব্যবহার করে সভার কার্যক্রম চালাচ্ছিলেন সেখানের নেতারা। আওয়ামী লীগের বর্ধিত সভা নৌকার জনসভায় পরিণত হয়।

সভার শুরুতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মেয়র মতিয়ার রহমান বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন, তাদের তালিকা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থী থাকবে না, অন্যান্য প্রার্থীদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।’ 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতিতেই তিনি এমন বক্তব্য দেন। এমন উসকানিমূলক বক্তব্য, অননুমোদিত সভা করে জনসমাগম ও আচরণবিধি লঙ্ঘণ করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির বরগুনা-১ চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আহম্মদ সাইদ সভাস্থালে উপস্থিত হন। তার নির্দেশে আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় বর্ধিত সভার কার্যক্রম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের বন্ধ করে দেন।

আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতারা।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের বলেন, ‘অননুমোদিত নির্বাচনী সভায় জনসমাগম, আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমুলক বক্তব্য দেওয়ায় সভার কার্যক্রম বন্ধ করে দিয়েছি।’

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আহম্মদ সাইদ রাইজিংবিডিকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের কারণে উপজেলা প্রশাসনকে সভার কার্যক্রম বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছি।’

এ ব্যাপারে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ