ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

কুষ্টিয়ায় ২ লাখ ৩৬ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১১ ডিসেম্বর ২০২৩  
কুষ্টিয়ায় ২ লাখ ৩৬ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কুষ্টিয়ায় এবার ২ লাখ ৩৬ হাজার ৮৫৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ১ হাজার ৫৬৬টি কেন্দ্র ঠিক করা হয়েছে। আর ৩ হাজার ১৩২ জন কর্মী কাজ করবে। বিশাল এ কর্মযজ্ঞ পরিচালনা করবে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।

এ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক এম জুবায়ের রিপন, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

আরো পড়ুন:

কাঞ্চন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়