পটুয়াখালীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকারসহ ৩ প্রার্থী
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনি।
একই দিন পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য হাসিব আলম তালুকদার ও পটুয়াখালী-৩ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ওবায়েদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আজ (রোববার) রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে হাসিব আলম তালুকতার ও ওবায়েদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন। অ্যাডভোকেট আফজাল হোসেনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে প্রত্যাহার করা হয়
এদিকে, আপিল করে মনোনয়নের বৈধতা পেয়েছেন পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন উপকূলীয় এই জেলার চরটি সংসদীয় আসনে ৯টি দল ও ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২ জন প্রতিদ্বন্দিতা করবেন।
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, তরিকত ফেডারেশনের মো. খলিল, জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন, এনপিপির মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার।
পটুয়াখালী ২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ-এর জোবায়ের হোসেন, তৃণমূল বিএনপি'র মাহাবুবুল আলম ও জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদার।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ-এর এ ওয়াই এম কামরুল ইসলাম। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক বিজিবি মহাপরিচালক লে. জেনারেল আবুল হোসেন।
পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান, জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার , জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন। এই আসনে স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন।
ইমরান/মাসুদ
- ২ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম