কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে কাশিনগর বাজারে গণসংযোগ করার সময় ঘটনাটি ঘটে। এতে দুই জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান গণসংযোগ করতে সমর্থকদের নিয়ে কাশিনগর বাজারে আসেন। এসময় বর্তমান সাংসদ সদস্য মুজিবুল হক মুজিবের অনুসারী ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ধাওয়া করা হয়। পরে উভয় পক্ষ সংর্ঘাতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় মিজানুর রহমানের দুই অনুসারী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের পর আমি কাশিনগর বাজারে গণসংযোগ করতে গেলে আমাদের ওপর হামলা চালায় মুজিবুল হকের অনুসারী ইউপি চেয়ারম্যান মোশাররফ। নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ করব। আমার দুই কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দেওয়া হয়। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোট কেটে দেন।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেব।
রুবেল/মাসুদ
- ২ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম