ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ-৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫২, ২ জানুয়ারি ২০২৪
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ

দলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝিনাইদহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের নিজস্ব কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজীকে সমর্থন দেন। 

আরো পড়ুন:

নবী নেওয়াজ কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি ঝিনাইদহ আওয়ামী লীগের সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ঈগল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

নবী নেওয়াজ বলেন, আওয়ামী লীগের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা রয়েছে বলেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আমার নেতাকর্মীদের।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান টিপুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়