ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ রোহিঙ্গার রিমান্ড চায় পুলিশ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৪
অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ রোহিঙ্গার রিমান্ড চায় পুলিশ

মিয়ানমারে সংঘাতের মধ্যে বাংলাদেশে অস্ত্রসহ প্রবেশ করা ২৩ রোহিঙ্গাকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

পুলিশ বলছে, বাংলাদেশ অবস্থিত শরণার্থী শিবিরের তালিকাভুক্ত এই রোহিঙ্গারা কী কারণে, কীভাবে মিয়ানমারে গিয়েছিলেন তা জানার জন্য চেষ্টা চলছে।

ওসি মো. শামীম হোসেন বলেন, প্রকৃত তথ্য জানতে এই ২৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে অস্ত্রধারী এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করার পর স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। শুক্রবার দুপুরে উখিয়া থানায় বিজিবির এক সদস্য বাদী হয়ে ওই রোহিঙ্গাদের আসামি করে মামলা করেন এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

তারেকুর রহমান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়