ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবাসিক হোটেল থেকে পোল্যান্ডের নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৪ মার্চ ২০২৪   আপডেট: ১৮:৪৭, ৪ মার্চ ২০২৪
আবাসিক হোটেল থেকে পোল্যান্ডের নাগরিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি আবাসিক হোটেল থেকে জদজিসলো মিসেল সিজারিবা (৫৮) নামের পোল্যান্ডের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে পেনিনসুলা হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার হয়।

পুলিশ ধারণা করছে, মারা যাওয়া ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তি কেইপিজেড ক্যানপার্ক নামের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

আরো পড়ুন:

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা জানান, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেওয়া হয়। পুলিশের একটি দল হোটেলের ৯০৫ নম্বর কক্ষ থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়