ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ১৭ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৫ মার্চ ২০২৪   আপডেট: ২১:০০, ৫ মার্চ ২০২৪
বাগেরহাটে ১৭ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ

জব্দকৃত পলিথিন।

বাগেরহাটের ফকিরহাটে ১৭ মণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় থেকে শরণখোলাগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস বিএম লাইন পরিবহনের টুল বক্স থেকে পলিথিনগুলো জব্দ করা হয়।

আরো পড়ুন:

পরে ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের নির্দেশে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর বাগেরহাট কার্যালয়ে নেওয়া হয়। তবে পলিথিনের মালিক খুঁজে পায়নি পুলিশ।

পরিবহনের সুপারভাইজার জসিম উদ্দিন বলেন, ঢাকা থেকে এক ব্যক্তি ১৩ বস্তা টুল বক্সে উঠান। ফকিরহাট পুলিশের অভিযানে জানতে পারেন বস্তার ভিতর বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ রয়েছে। পলিথিন ব্যাগগুলো মোড়েলগঞ্জ ও শরণখোলার রায়েন্দা বাজার যাচ্ছিল। ঢাকা থেকে পলিথিনগুলো তুলে দেওয়া হলেও সাথে কোনো মালিক বা লোকজন আসেনি।

ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ বলেন, পুলিশ পলিথিনগুলো জব্দ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পলিথিনের মালিক বাসে ছিল না। এজন্য নিষিদ্ধ এ পলিথিনগুলোকে পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ে রাখতে বলা হয়েছে।

শহিদুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়