দুইজনের প্যান্টের পকেটে মিলল ২ কোটি টাকার স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
আটক পাচারকারী (বাঁয়ে)। জব্দ স্বর্ণ (ডানে)
যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।)
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে আটকের পর তাদের প্যান্টের পকেট থেকে স্বর্ণ জব্দ হয়। যার বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকার বেশি।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় ১ দশমিক ১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার। যার বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকার বেশি।
এ ছাড়া, উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের জন্য যাচ্ছিলেন।
ঢাকা/রিটন/মাসুদ