ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরের দুই ইউপিতে আনারস-ঘোড়া জয়ী

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৯ মার্চ ২০২৪  
শরীয়তপুরের দুই ইউপিতে আনারস-ঘোড়া জয়ী

শরীয়তপুরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ‌‘আনারস’ প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ও বড়কান্দি ইউনিয়নে ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে এই ফলাফল ঘোষণা করা করেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান। 

আরো পড়ুন:

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ২৩৭ জন। ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ৯টি সাধারণ ওয়ার্ডে ২৬ জন ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ‘আনারস’ প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ৪ হাজার ১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘চশমা’ প্রতীকের এইচ এম কামরুল ইসলাম হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট।

অন্যদিকে, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে সেখানে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। ইউনিয়নটিতে মোট ভোটার ১৫ হাজার ২৯০ জন। উপনির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘চশমা’ প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়