ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

শরীয়তপুরের দুই ইউপিতে আনারস-ঘোড়া জয়ী

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৯ মার্চ ২০২৪  
শরীয়তপুরের দুই ইউপিতে আনারস-ঘোড়া জয়ী

শরীয়তপুরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ‌‘আনারস’ প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ও বড়কান্দি ইউনিয়নে ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে এই ফলাফল ঘোষণা করা করেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ২৩৭ জন। ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ৯টি সাধারণ ওয়ার্ডে ২৬ জন ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ‘আনারস’ প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ৪ হাজার ১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘চশমা’ প্রতীকের এইচ এম কামরুল ইসলাম হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট।

অন্যদিকে, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে সেখানে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। ইউনিয়নটিতে মোট ভোটার ১৫ হাজার ২৯০ জন। উপনির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘চশমা’ প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট। 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়