ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে মোটরসাইকেল গ্যারেজে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৪ মার্চ ২০২৪  
সাভারে মোটরসাইকেল গ্যারেজে আগুন

সাভারে সাহারা পেট্রোল পাম্পের পাশে মোটরসাইকেলের গ্যারেজসহ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্যরা। 

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ সাগর বলেন, রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার রেডিও কলোনি মহল্লার সাহারা পেট্রোল পাম্পের পাশে গাড়ি গ্যারেজ নামে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান আগুনের তীব্রতা বাড়লে পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও জিরাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের আধাঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের এই সদস্য। 

সাব্বির/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়