ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ৫ টাকায় ব্যাগভর্তি ইফতার পণ্য

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২২ মার্চ ২০২৪   আপডেট: ১৭:১১, ২২ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জে ৫ টাকায় ব্যাগভর্তি ইফতার পণ্য

মুন্সীগঞ্জে মাত্র ৫ টাকায় রকমারি ইফতার পণ্যে ব্যাগ ভরে বাড়ি ফিরেছেন শতাধিক নারী-পুরুষ।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকার ইদ্রিস আলী মাদবর পলিটেক ইনস্টিটিউট প্রাঙ্গণের সড়কে এ ইফতার বাজারের আয়োজন করে ‘মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র' নামে একটি সংগঠন।

আরো পড়ুন:

স্টলে স্টলে সাজানো হয় ইফতারের ৭টি খাদ্য সামগ্রী। ৫ টাকার বিনিময়ে মুড়ি, ছোলা, চিনি, তেল, খেজুর, ডাল ও পেঁয়াজ কিনে নেন ক্রেতারা। শতাধিক পরিবার ওই ইফতার বাজার থেকে ইফতারি পণ্য সামগ্রী কিনে নেন।

আয়োজক সংগঠনের সভাপতি মো. বায়েজিদ খান বলেন, এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করি। সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারের কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবার রোজায় শতাধিক পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন করা হয়েছে।

রতন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়