ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দিনাজপুরে এক পা নিয়ে জন্মেছে শিশু, নেই প্রস্রাব-পায়খানার রাস্তা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১২:৫২, ২৮ মার্চ ২০২৪

দিনাজপুরের বিরামপুরে এক পা নিয়ে একটি শিশু জন্মেছে। শিশুটির প্রস্রাব-পায়খানার রাস্তা নেই। তাই চিকিৎসকরা তার লিঙ্গ নির্ধারণ করতে পারেননি।

বুধবার (২৭ মার্চ) বিকেলে বিরামপুর মডার্ন ক্লিনিকে সিজারের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। যমজ শিশুদের মধ্যে প্রথমটি মেয়ে। অন্য শিশুটির প্রস্রাব-পায়খানার রাস্তা না থাকায় লিঙ্গ নির্ধারণ করতে পারেননি চিকিৎসকরা। বর্তমানে দুই শিশু ও তাদের মা সুস্থ আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি আবারও গর্ভবতী হন ওই গর্ভবতী। পরীক্ষা-নিরীক্ষা শেষে যমজ সন্তানের বিষয়টি জানতে পারেন। পরে পারিবারিকভাবে সিজারের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত হয়। বুধবার সিজারের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন গৃহবধূ।

চিকিৎসক তাহেরা খাতুন বলেন, দ্বিতীয় শিশুটি এক পা নিয়ে জন্মেছে এবং প্রস্রাব-পায়খানার রাস্তাও নেই। শিশুটির পরিবারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভালো কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মোসলেম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়