ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

৮০০ রোহিঙ্গাকে ইফতার সামগ্রী দিলো এপিবিএন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:০৮, ২ এপ্রিল ২০২৪
৮০০ রোহিঙ্গাকে ইফতার সামগ্রী দিলো এপিবিএন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ ক্যাম্প এবং নোয়াখালীর ভাসানচরে থাকা ৮০০ রোহিঙ্গার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়া-টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৮, ৯, ১৪ ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইফতার সামগ্রী বিতরণ করে। ৮ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর এতথ্য জানিয়েছেন। 

বিতরণ করা ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল- চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর জানান, উখিয়া-টেকনাফ ও নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী ৮০০ রোহিঙ্গার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তারা খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়েছে। 

উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি শামসুল আলম বলেন, ‘পবিত্র রমজান মাসে পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেয়ে ভালো লাগছে। বাংলাদেশ সরকার আমাদের অনেক উপকার করে যাচ্ছে। তাই সরকারের প্রতি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠী কৃতজ্ঞ।’

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়