ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

মাগুরায় মেধার ভিত্তিতে কনস্টেবল পদে ২৩ জনের নিয়োগ 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৪ এপ্রিল ২০২৪  
মাগুরায় মেধার ভিত্তিতে কনস্টেবল পদে ২৩ জনের নিয়োগ 

মা অন্যের বাসা-বাড়িতে কাজ করে সংসার চালান। পরিবারের সদস্য সংখ্যা চার জন। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে শিমশিম খেতে হয় মাকে। এ অবস্থায় ছেলে বিনা খরচে পুলিশে চাকরি পেয়েছে এমন খবর শুনতেই কান্না ভেঙে পড়েন তিনি। মাত্র ১২০ টাকা খরচ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পান মিনাহাজুল আবেদিন হামজা। তবে শুধু হামজা নয়, তার মতো অনেকে গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হতে পেরে। 

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে মাগুরা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল পদে ২০ জন তরুণ ও ৩ জন তরুণীকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মাগুরা জেলা পুলিশ সুপার মোশিউদৌল্লা রেজা বলেন, পুলিশ নিয়োগে ঘুষ ও প্রতারণা ঠোকাতে যোগ্য-মেধাবীদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল পদে ২০ জন পুরুষ ও ৩ জন নারীকে বাছাই করা হয়েছে। পুলিশে নিয়োগ পেতে অর্থ লেনদেন না করতে চাকরি প্রত্যাশী ও তাদের অভিভাবকদের অনুরোধ করেন এ পুলিশ কর্মকর্তা।

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ