ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:৫০, ৭ এপ্রিল ২০২৪
কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেপ্তার

গ্রেপ্তার চেওসিম বম

কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম (৫৫) নামের একজনকে বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে দুটি বন্দুক (এয়ারগান) উদ্ধার করা হয়। 

রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে র‌্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচএম সাজ্জাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত চেওসিম বম বান্দরবান সুয়ালক ইউপির ৬ নং ওয়ার্ডের শারণ পাড়ার মৃত বোয়াল খুব বমের ছেলে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেওসিম বমের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাওয়ায় তার বাড়ি ঘেরাও করে বাড়িতে প্রবেশ করে স্টিলের আলমারির ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে জীবজন্তু মারার বন্দুক (এয়ারগান) উদ্ধার করা হয়। 

কেএনএফ প্রধান নাথান বমের সঙ্গে চেওসিমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জামাতুল আসনার ফিল ইন্দাল শারক্কিয়ার (জঙ্গি) নেতা শামীম মাহফুজ এবং নাথান বমের সঙ্গে অর্থের বিনিময়ে প্রশিক্ষণের চুক্তি শারণ পাড়ার চেওসিম বমের বাড়িতে জঙ্গি গ্রুপ করেছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

পড়ুন- বান্দরবানে যৌথ অভিযানে কয়েকজন সন্ত্রাসী আটক: সেনাপ্রধান 
 

চাইমং/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়