ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোরচক্রের ১ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৫ মে ২০২৪  
মুন্সীগঞ্জে প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোরচক্রের ১ জন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত সজিব মৃধা

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোরচক্রের মো. সজিব মৃধা নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত গভীর রাতে শ্রীনগর থানা পুলিশ ঢাকার শ্যামলী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ক্লুলেস মামলার চোরাই একটি প্রাইভেটকারসহ চোর সজিব মৃধাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত সজিব মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলার এলাকার ওহাব মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী সাজ্জাদুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় রেন্ট এ কারের ব্যবসা করেন। গত ৪ মে সন্ধ্যার দিকে তার ব্যবহৃত মোবাইলে অজ্ঞাতনামা একটি মোবাইল থেকে ফোন করে গাড়ি নিয়ে ঢাকা বার্ডেম হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কথা বলে। রাত সোয়া ১০টার দিকে ২ জন প্রাইভেটকার ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। রাত পৌনে ১২টার দিকে প্রাইভেটকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় পৌঁছালে একজন প্রসাব করার কথা বলে গাড়ি থেকে নেমে যায়। এরপর পিছন থেকে আরও অজ্ঞাতনামা দু’জন লোক মোটরসাইকেল যোগে এসে প্রাইভেটকার চালক মো. মজনু শেখের চোখে মরিচের গুড়ার মতো ঝাঁঝালো পদার্থ ছুড়ে মেরে প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ক্লু-লেস এই মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

রতন/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়