ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল, সতর্ক থাকতে কোস্টগার্ডের মাইকিং

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৫ মে ২০২৪   আপডেট: ১৩:২২, ২৫ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল, সতর্ক থাকতে কোস্টগার্ডের মাইকিং

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড় রেমালে রুপান্তরিত হতে পারে। তাই পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে নিজামপুর কোস্টগার্ড। 

শনিবার (২৫ মে) সকাল ৯ টায় মৎস্য বন্দর আলীপুরে মাইকিং ও লিফলেট বিতরণ করেন কোস্টগার্ডের সদস্যরা। এসময় তারা খাপড়াভাঙা নদীতে অবস্থানরত ট্রলারসমূহে থাকা জেলেদের ঘূর্ণঝড়ের সময় করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। 

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন জানান, আমরা সকাল থেকেই জনসচেনতামূলক কার্যক্রম শুরু করেছি। এছাড়া সকাল থেকেই সাগরে আমাদের টিম কাজ শুরু করেছে। তবে মাছধরার উপর নিষেধাজ্ঞা চলমান থাকায় তীরে রয়েছে অধিকাংশ মাছধরা ট্রলার।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়