ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল: চট্টগ্রাম বন্দরে এলার্ট-৪ জারি

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৬ মে ২০২৪   আপডেট: ১০:৩২, ২৬ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল: চট্টগ্রাম বন্দরে এলার্ট-৪ জারি

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় চট্টগ্রাম বন্দরের নিজস্ব সতর্কতা ‘এলার্ট-৪’ জারি করা হয়েছে। রোববার (২৬ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা এবং ঝড়ের গতি-প্রকৃতি পর্যালোচনা করে এই সতর্কতা জারি করে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ায় বন্দরের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নিজস্ব সতর্কতা সংকেত এলার্ট- ৪ জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্দর জেটিতে থাকা বড় জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। 

তিনি আরও বলেন, বন্দরের বহির্নোঙর এবং জেটিতে সব ধরনের অপারেশনাল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 

রেজাউল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়