ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২৬ মে ২০২৪  
রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) বিকেলে পৌর শহরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন- ওই এলাকার খোরশেদ আলমের ছেলে কাদের হোসেন (২১) ও জাকির হোসেনের ছেলে রবিন হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারে নামার পর তিন শ্রমিক সেখানে আটকা পড়েন। পরে ভবন মালিক ফায়ার সার্ভিসে খবর দেন।

রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়