ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

দুবাই থেকে রেমিট্যান্স পাঠিয়ে পুরস্কৃত হলেন আতিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৬ মে ২০২৪   আপডেট: ২০:১৩, ২৬ মে ২০২৪
দুবাই থেকে রেমিট্যান্স পাঠিয়ে পুরস্কৃত হলেন আতিকুর রহমান

সংযুক্ত আবর আমিরাত প্রবাসী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান

সংযুক্ত আবর আমিরাত প্রবাসী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের তারাখলা গ্রামের মৃত মৌলভী আবদুর জব্বারের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে সংযুক্ত আবর আমিরাতে বসবাস করছেন। 

শনিবার (২৫ মে) রাত সাড়ে ৭টায় দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি আতিকুর রহমানের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

ইঞ্জিনিয়ার আতিকুর রহমান রাইজিংবিডি-কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন বৈধপথে যারা রেমিটেন্স পাঠাবেন তাদের পুরস্কৃত করার। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আবর আমিরাতে থাকা বাংলাদেশিদের মধ্য থেকে যাচাই-বাচাই করে প্রতি বছর ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়ী ক্যাটাগরিতে এ বছর আমাকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়েছে।’ 

আতিকুর রহমান প্রবাসী সকলকে দেশে বৈধপথে অর্থ পাঠানোর আহ্বান জানান।

রুবেল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়