ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২১ জুন ২০২৪   আপডেট: ২০:২৫, ২১ জুন ২০২৪
কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে নতুন করে উৎপাত শুরু করা মারাত্মক বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক।

শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে খেত থেকে বাদাম তুলতে গেলে তাকে রাসেলস ভাইপারে কামড় দেয়। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে। স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে রোগীর সঙ্গে সাপও হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন:

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় খেত থেকে বাদাম তোলার সময় রাসেলস ভাইপার কামড় দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাসেলস ভাইপার বলে সনাক্ত করেন।

পাংশা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, রাসেলস ভাইপারের কামড়ে আহত এক কৃষককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাকে সার্বক্ষণিক নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

রবিউল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়