ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

পিকআপ চাপায় প্রাণ গেলো কৃষকের

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৬ জুলাই ২০২৪  
পিকআপ চাপায় প্রাণ গেলো কৃষকের

দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় কৃষক হোসেন আলীর (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর গ্রামে মারা যান তিনি।

মারা যাওয়া হোসেন আলী একই গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান কৃষক হোসেন আলী। মহাসড়কের টাটকপুর নামকস্থানে একটি পিকআপ ভ্যান পেছন থেকে এসে হোসেন আলীকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, আজ সকালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়