ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ৭ জুলাই ২০২৪  
হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা

কাঁচা মরিচ

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৪০ টাকা। ১৬০ টাকার মরিচ এখন এই বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে খেতে মরিচ নষ্ট হওয়ার কারণে ফসলটির দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (৭ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিলো ১৬০ টাকা কেজিতে আজ রোববার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর তার প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম বাড়ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

আরো পড়ুন:

ফিরোজ আহম্মেদ নামের এক ক্রেতা বলেন, ‘দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তিন দিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনতে হলো ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষরা চলবো কি করে?’ 

হিলি বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের খেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না। বর্তমান আমরা বিরামপুর এবং পাঁচবিবি হাট  থেকে কাঁচা মরিচ পাইকারি দামে কিনে আনছি।’

তিনি আরও বলেন, ‘খেতে মরিচ নষ্ট হওয়ায় কৃষকরা বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন। ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে ক্রয় করে কাঁচা মরিচ খুচরা বিক্রি করছি ২০০ টাকা কেজিতে।’

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়